শিক্ষাই আলোর পথ, জ্ঞানে গড়ি সুন্দর ভবিষ্যৎ।
  • |

Ghagra Abdul Gani High School

ঘাগড়া আবদুল গণি উচ্চ বিদ্যালয়

স্থাপিতঃ 1984 খ্রি.
সর্বশেষ
ঘাগড়া আবদুল গণি উচ্চ বিদ্যালয় সম্পর্কে

ঘাগড়া আবদুল গণি উচ্চ বিদ্যালয় আদর্শনিষ্ঠ ছাত্র-ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবাম্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কর্মমূখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী। এসব ছাত্র-ছাত্রী কমজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সবোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।

 

তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বতমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য-প্রযুক্তির কোনো বিকল্প নেই। সুতরাং অবাত তথ্যপ্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হলো ঘাগড়া আবদুল গণি উচ্চ বিদ্যালয়ডাইনামিক ওয়েব সাইট।

 

এই ওয়েব সাইট ভিজিট করে আপনি বিদ্যালয়ের সকল ধরণের তথ্যাদি অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কাযক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। আমি অভিভাবক, সমাজের সূধীজন ও সমাজসেবকসহ সরকারের সকল দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের কমকতা/কমর্চারিগণকে ঘাগড়া আবদুল গণি উচ্চ বিদ্যালয় ওয়েব সাইট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি।

 

এ জে এম হারুন অর-রশিদ

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ঘাগড়া আবদুল গণি উচ্চ বিদ্যালয়